আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ উস্তায
১)আমার মামা স্বপ্নে দেখেছেন ,উনার মৃত মা (আমার নানি)কে। আমার শুনা অনুযায়ী বর্ণনা :- নানি একটি বিছানায় শুয়ে আছেন । এমন অবস্থায় মামা দেখছেন বিছানার উপর একটি সাপ ,তখন মামা নানিকে বলেছেন আমি লাঠি নিয়ে আসছি , এরপরই; মামা লাঠি আনার আগেই নানিকে ঐ সাপ কামড় দিয়ে দেয়।
তারপর মামার স্বপ্ন ভেঙে যায় । এই স্বপ্নের ব্যাখ্যা কি উস্তাদ?
উল্লেখ্য: মামা হারাম পথে টাকা উপার্জন করেন; অনেক সময়, সবসময় না।
২) নামাজের মধ্যে দাড়ানো অবস্থায় পাশে কেউ চলাফেরা করলে , নামাজে দাড়ানো ব্যক্তি সুবিধা অনুযায়ী ডানে বামে সড়তে পারবে কি ?