আসসালামু আলাইকুম উস্তাদ
প্রশ্ন : আমার প্রথম সন্তান সিজার হয়েছে ১.৫ বছর আগে। আমি এক দ্বীনি ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে প্রথম সন্তান সিজার হলে দ্বিতীয় সন্তান নরমাল নেওয়া সম্ভব, কিন্তু মাঝে ৩/৪ বছরের একটা গ্যাপ দিতে হবে তাহলে সেলাই এর জায়গাটা মজবুত হবে তখন নরমাল ডেলিভারি করা যাবে। এখন এই নিয়তে কি ৩/৪ বছর আমি 'আযল' বা কনডম ব্যবহার করতে পারবো? করলে কি আমার বড় কোনো গুনাহের আসংখা আছে
বিঃদ্রঃ আমরা কোনো পিল বা ক্ষতিকারক কোনো মেডিসিন ব্যবহার করি না যা জন্মনিয়ন্ত্রণে সহায়তা করে। শুধু আযল আর মাঝে মাঝে কনডম ব্যবহার করি।