আমার হায়েজ শুরু হয়েছে ৭ দিন আগে। নরমালি আমার হায়েজ ৪দিন স্থায়ী হয়। ৫দিনের দিন হালকা বাদামী বা লাল রঙের স্রাব দেখা যায়। এজন্য সেদিন পর্যন্ত নামাজ পড়তে পারিনা।
কিন্তু এবার দেড় মাসের বেশি সময় পর হায়েজ শুরু হয়েছে। ৪র্থ আর ৫ম দিন আগের মতোই স্বাভাবিক কেটেছে। কিন্তু ৬ষ্ঠ আর ৭ম দিন,( মানে আজ) অস্বাভাবিক কাটছে। প্রতিবার গোসল করে পবিত্র হচ্ছি, সলাত আদায় করছি। তারপর আবার বাদামী বা হালকা গোলাপি রঙের স্রাব আসছে। এবার নতুন একটা ঔষধ খাচ্ছি। বুঝতে পারছিনা এটা ঔষধের জন্য হচ্ছে কিনা। শুনেছিলাম ঔষধের কিছু হায়েজ রিলেটেড পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
এমন অবস্থায় আমার কি করা উচিত?
আজ যোহর, আসর, মাগরিব পড়েছি। এশার ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে গোলাপি রঙের স্রাব আসছে হালকা। আমার কি পবিত্র হওয়ার জন্য আবার গোসল করতে হবে?
আর এই অবস্থায় আমার হাজবেন্ড চাইলে তার সাথে মিলিত হতে পারবো? নাকি পুনরায় গোসল করে তারপর সব কাজ করতে হবে?
আর যদি হায়েজ শেষ মনে করে ফরজ গোসল করার পর সহবাস করা হয়, তারপর আবার ব্লিডিং হয়, তাহলে এর জন্য কোনো কাফফারা দিতে হবে?