আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।শাইখ একটু কষ্ট করে পুরোটা পড়বেন।
আমার দাদার বাড়িতে উঠানের একটা কোণায় একটা গাছ ছিলো। যেখানে জ্বীন তার পরিবার নিয়ে থাকতো।তো একদিন আমার দাদা গাছটা কেটে ফেলায় জ্বীন দাদার উপর খুব রাগ হয় এবং দাদাকে একদিন ধরে বলে,"তুই আমার পরিবারকে এভাবে তাড়িয়ে দিলি!! আমি অভিশাপ দিচ্ছি তোর বংশে কেয়ামত পর্যন্ত যত ছেলে মেয়ে আসবে তোর উত্তরাধিকার তারা কেউ সফলতার মুখ দেখবে না, কষ্টে থাকবে।"এই জাতীয় কিছু কথা বলে। আমার দাদা তো আমার জন্মের আগেই মারা গেছে। আমার চাচা ফুফি একদিন গল্প করছিলো।এগুলো আমি ওখান থেকে শুনি। পরে ফুফির সাথে আরো বিস্তারিত কথা হয় এই নিয়ে আমার সাথে। এমনিতে আমার দাদার বাড়িতে জীনের উপদ্রব আছে। আমার বাবার সাথে জ্বীন আছে। বাড়িতে গেলে একা থাকলে মাঝেমধ্যে ধরে।চাচাদের একজনের মধ্যে আছে।এক জীন একবার আমার একটা ফুফিকে চুল ধরে ঘুরিয়েছে শুনেছি ।
এই যে জ্বীন এভাবে অভিশাপ দিলো এটা যেদিন থেকে শুনলাম সেদিন থেকে আমি অনেক বেশি হতাশায় ভুগছি আসলে।আমি খেয়াল করে দেখলাম আমার বাবা,চাচা,জেঠা কেউই ভালো অবস্থানে নেই।তারা অন্য মানুষদের দান সদকা যাকাতের টাকা দিয়ে সংসার চালায়। আমার নিজের ভাই,চাচাতো জেঠাতো ভাই এরাও তেমন সফলতার মুখ কেউ দেখতে পারেনি।যারা কর্মজীবনে আছে তাদের অবস্থা‌ খারাপ।আর যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা ভালো লাগছে না,ছেড়ে দিবে এইরকম অবস্থা।আর বোনদের একজনের বিয়ে হয়েছে।সে অনেক কষ্টে আছে।আমি সহ আরো চারজনের বয়স হয়ে যাওয়ার পর‌ও বিয়ে হচ্ছে না।এখন এর জন্য কি করা যায় আসলে?
আমার বারবার শুধু মনে হয় এই অভিশাপের কারণে এই যে আমি আমার জীবনটা সহজ হয়ে যাওয়ার জন্য,বিয়েটা উত্তম জায়গায় হ‌ওয়ার জন্য এত দুআ করি এসব কিছুই কবুল হবে না।