আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আমার ফুফাতো ভাই- ফুফাতো বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। ফুফাতো ভাইয়ের পরিবার সবাই প্ল্যান করে মেয়েকে পালাতে সাহায্য করে।মেয়ের পরিবার কিছুই জানতো না।মেয়ের বাবা আগে একবার হার্ট অ্যাটাক করেছেন।তাই আমার বাবা-মা তাদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান। মেয়ের পরিবার ইজ্জতের ভয়ে মেয়েকে বাড়িতে এনে আবার আকদ করে বিয়ে দিয়ে দেন।আমার পরিবার তাতে অংশ নেয় নি।ছেলের বাবা আমার বাবার কাছে আসলে বাবা উনাকে বকা দেন।ছেলের পরিবার কেউ পালিয়ে বিয়ে করাকে পাপ মনেই করছে না।আমার বাবা আমাদের নিষেধ দিয়েছেন ওই ফুফুর বাড়িতে না যাওয়ার জন্য যে ফুফুর ছেলে মেয়েকে পালিয়ে এনেছে।মোটকথা ওদের অহংকারী কথাবার্তা আমাদের অনেক পীড়া দিচ্ছে।আর দুই ফুফুর বাড়িই আমাদের পাশে।তাই আব্বারও ইজ্জতে খুব ধরেছে।এখন আমাদের কি গুনাহ হবে,, তাদের এই পাপের জন্য তাদের সাথে কথা বলছি না এবং বাড়িতেও যাচ্ছি না।আব্বা আবার ফুফুকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেননি।কিন্তু ওই ছেলেরও মেয়ের নাম শুনতে নারায।এতে কি আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে??