আসসালামু আলাইকুম।
প্রশ্নটি আমার একজন ফ্রেন্ড এর,
আমি একজন চিকিৎসক। আমার কাছে প্রায়ই রোগীরা আসে গর্ভ নষ্ট করার ওষুধ নিতে। এক রোগী এসেছিলেন উনার ২ মাস বয়সী ভ্রূণ নষ্ট করতে কেননা উনার পরপর ২টি মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন অনেক গালমন্দ করেন যে আবারো যদি মেয়ে হয়, এছাড়াও উনার স্বামীর বক্তব্য অনুযায়ী উনার স্ত্রী সরকারি চাকরিজীবী হওয়ায় আরো ২টি ছোট বাচ্চার পাশাপাশি আগত সন্তানের দেখভাল করতে পারবেনা, যদিও রোগীর সম্পূর্ণ ইচ্ছা আছে বাচ্চা রাখার কিন্তু স্বামী একেবারেই নিতে অনিচ্ছুক। আমি উনাদের সময় নিয়ে অনেক বুঝানোর পরেও উনার স্বামী রাজি হননি ।
আমি সেক্ষেত্রে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম...
১ রোগিনীর যদি কোন শারিরীক সমস্যা না থাকে তবে ইসলামের দিক থেকে কতদিন পর্যন্ত গর্ভপাত করানো জায়েজ হবে?
২. আমি রোগী এবং তার স্বামীকে বারবার বুঝানোর পরেও যদি উনার আমাকে বাধ্য করে ওষুধের নাম লিখে দিতে সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে?
৩. অনাগত সন্তানের জন্য যদি রোগীর পরিবারে অশান্তি হয় ও রোগীকে মানসিক ভাবে অত্যাচার করা হয় সেক্ষেত্রে কি গর্ভ নষ্ট করা জায়েয?