আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মেয়েদের নাম কি "রাহমা" রাখা যাবে?
অনেক আগে একটা লেখা পড়েছিলাম বা হয়তো লেকচারে শুনেছিলাম যে, এমন নাম রাখা যাবে না যেটার নেগেটিভ অর্থটা ভালো না। অর্থাৎ কেউ যদি বলে রাহমা বাড়িতে আছে? না থাকলে নাই বললে এটা দ্বারা নাকি বাড়িতে রহমত নাই এটা হবে।