আমার সামান্য কিছু টাকা জমান আছে এই টাকাটা আমি আমার সন্তানের জন্য জমিয়ে ছিলাম কিন্তু বর্তমানে আমার খুব ওমরা করতে ইচ্ছে করছে এখন আমি যে বিষয়টা নিয়ে সংশয়ে ভুগছি তা হল আমার কি এই টাকাটা দিয়ে ওমরা করা উচিত নাকি আমার সন্তানের জন্য জমানো উচিত আর একটা ব্যাপার বর্তমানে আমাদের মুসলমানরা তো খুব নাজুক অবস্থায় আছে এ অবস্থায় টাকাটা দিয়ে ওমরা করা উচিত নাকি ইসলামী শিক্ষা প্রসার কিংবা কোন মসজিদ এতিমখানায় নাকি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য জন্য ব্যয় করা উচিত?উল্লেখ্য আমার টাকাটা দিয়ে আমি যে কোন একটা কাজই করতে পারব তাই সবদিক বিবেচনা করে অনুগ্রহ করে উত্তর দেবেন আপনাদের উত্তরের উপর নির্ভর করবে আমি পাসপোর্ট করব কি করব না