আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,,আফওয়ান এই প্রশ্নের উত্তর থাকা স্বত্বেও ভিন্ন প্রেক্ষাপটের কারণে এক বোনের পক্ষ থেকে এই প্রশ্ন করছি
উস্তায অতীতের কোনো গুনাহ বা হারাম সম্পর্ক নিয়ে বিবাহের পর স্বামীর কাছে (জানামতে) প্রকাশ করা অনুচিত। তো এক্ষেত্রে যদি অতীতের কোনো গুনাহের কথা বা গোপন কথা (যেটা স্বামী জানলে সংসারে সমস্যা হতে পারে), আমি স্বামীর কাছে অজানা রাখতে চেয়ে কুরআন স্পর্শ করে মিথ্যা সাক্ষ্য দিই এবং স্বামীর সাথে এর দ্বারা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই তাহলে কুরআন স্পর্শ করে মিথা বলার কারণে কি আমার গুনাহ হবে?