আসসালামু আলাইকুম হুজুর। আমার কিছু ঝামেলার জন্য এক তালাক হয়, তারের আবার বিয়ে করবো কিনা এ বিষয়ে বিস্তারিত আপনাদের থেকে জানতে চাইলে আপনারা ইসতেখারার পরামর্শ দিলেন। আমি ইসতেখারার পর আরও খারাপ কিছু জানতে পারি ২ দিনের মাথায়। সিউর করে নেই এটিই আমার ইসতেখারার রেজাল্ট যেটা নেগেটিভ। আর নামাজ পরার সাথে সাথে খুব অসস্তি লেগেছিল। তো আমি তাকে জানিয়ে দেই আিয়ে করবো না। তবে সে বিভিন্ন ভাবে আমায় বুঝানোর চেষ্টা৷ করে,, আর এমন হবে না জানায়, মাফ চায়,বিয়ে করে নিতে বলে তাকে। আমিও ২ দিনে দুর্বল অনুভব করছি আবার। তবে বিশ্বাস করতে পারছি না, ভয় পাচ্ছি যে এমন আবার হবে কিনা,,,,এর মধ্যে সে জানিয়েছে যে সে চেষ্টা শুরু করেছে ভালোভাবে চলার। আমি আর ইসতেখারা করি তবে তার প্রতি দুর্বলতা সহ আল্লাহর কাছে জানাই। এর পর দিন কিছু হয়নি তেমন,তবে সে আমায় মানাতে থাকে। গত রাত ও ইসতেখারা করি, তাকে আমি বিয়ে করতে চাই, হেদায়াত চাই তার ও আমার,,, দীনদারিতা চাই এগুলো চাই নামাজের পর।তবে আমার জন্য যদি একান্তই কল্যান না থাকে তাহলে যেন ভুলিয়ে দেন।এমন ভাবে দোয়া করি। তো আজ ফজরের পর আমি ঘুমিয়ে যাই ৩ রকমের স্বপ্ন দেখি পরপর।দেখলাম আমি আমার কিছু মেয়ে বান্ধবীর সাথে হাসতে হাসতে কথা বলছি। সে তার ইউনিবার্সিটি দেখাচ্ছে, জানাচ্ছে বিভিন্ন তথ্য। তো আমরা হাটছি।সাদা বালির ছিল রাস্তাটা।তো কলেজে থাকা কালে আমার ক্লাস টিচার মেম খুব পছন্দের মানুষ ছিলেন না। যেন লাগলো উনাকে ওই রাস্তায় পেলাম,কোনো ভুল বুঝাবুঝি মিটিয়ে কাদতে কাদতে মেম কে জড়িয়ে ধরলাম। দুজনই খুশি। তারপর দেখলাম আমার বাসা,একটা রোমে আমার স্বামী যিনি ছিলেন ঘুমাচ্ছে,,আমি প্রতিদিন রাতে দেখা করতে যাই, কথা বলে আসি প্রতি রাতে রুম এ গিয়ে। তারপর একদিন গিয়ে তাকে মাস্টারবাইট করা অবস্থায় পাই, আমি বিছানা থেকে একটু দুরে দাড়িয়ে তাকে মানা করতে থাকি,,মনে হল সে শুনলো না থামলো না। আমাদের বিয়ের ব্যপারে কাটো বাড়িতেই জানে না।আমাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক কখনো নেই। প্রেম বা এমন কিছু না,,,অন্য কারনে দুজন বিয়ে করবো করেছিলাম,আমার পরিবারকে এখন জানানো সম্ভব না কিছু কারনে।তারপর সিন পরিবর্তন হয়,দেখি আমার বাড়িতে অনেক লোক,আমার পরিচিত আত্মীয় সহ অনেকে অপরিচিত,,,, চিনি না আমি। রেডি হচ্ছে সবাই।এর মাঝে আমার ছোট চাচি আমায় রান্না ঘরে ডাকলো।ওনি রান্না করছিল।একটা বাটিতে চিংড়িমাছ,কেটে রাখা। আমায় জিজ্ঞেস করলো তুমি কি তোমার মাছটা ধুয়ে খাবে? আমি বললাম হ্যা। তারপর একটা কাচা ডিমআালা চিংড়ি নিয়ে পাশের বেচিন এ ধুলাম পরিষ্কার করে। এগিলোর অর্থ কি,আর বিয়ের বিষয়ে আমার কি করা উচিত। আমায় মেহেরবানি করে জানান হুজুর।