আমার কোন আত্মীয় আমাকে একটি জিনিস ক্রয় জন্য ২০০০ টাকা দেয় ।
উনিও জানে এই জিনিসটার মার্কেটের দাম ২০০০ টাকা । এই দামেই সব জায়গায় পাওয়া যায় ।
কিন্তু আমি যখন জিনিসটা কিনতে যাই দামাদামি করে ১৫০০ টাকায় জিনিসটা ক্রয় করতে সক্ষম হই ।
এখন যদি আমি তাকে বাকি ৫০০ টাকা না দিয়ে আমার কাছে রেখে দেই , এবং আমি যে এই জিনিসটা একটু কম দামে কিনতে পেরেছি এই ব্যাপারটা উনাকে না জানাই তাহলে কি আমার জন্য এটা হারাম হবে ?
বিঃদ্রঃ ৫০০ টাকা কমে ক্রয় করা মানে জিনিসটার কোয়ালিটিতে কোন ছাড় দেয়া হয়নি।
প্রোডাক্টের মান একদম একই।