আসসালামু আলাইকুম।
বিয়ের পর তালাক শব্দ মুখে নাকি উচ্চারণ করা যায় না।এটা কতোটুকু ঠিক??
বিয়ের পর কেউ কাউকে তালাক এর ব্যাপারে বুঝাইলে কি স্বামীর উপর তাকাল পতিত হয়ে যায়???অনেক সময় দেখা ঝগড়া হলে স্বামী স্ত্রীকে বলে তুমি চলে যাও বা এমন টাইপ কথা বললে কি তালাক হয়ে যায়?
তালাক সম্পর্কিত জানতে পারবো এমন বইয়ের নাম বলবেন।