•) উস্তায আমার প্রশ্ন হলো: আমি আজকে আমার আগের মাদ্রাসায় গিয়েছিলাম সেখানে দেখলাম একটা বড় বোর্ড যেখানে লেখা এই মাদ্রাসা থেকে কারা কারা হিফজ শেষ করেছে তো সেখানে লেখা ২০২০ এ আমি হিফজ শেষ করেছি । আসলে উস্তায একটা দুঃখজনক বিষয় হয়েছিল বয়সও কম ছিল তো তখন করোনার টাইম ছিল তো এমনও হয়েছে অনলাইনে আমি দেখে দেখে উস্তাযকে কুরআন পড়া শুনিয়েছিলাম অথচ না দেখে পড়া শুনানোর কথা ছিল। অনেকেই জানে আমি ২০২০ এ হিফজ শেষ করেছি। আনুষ্ঠানিক ভাবে ২০২০ এ আমি হিফজ শেষ করেছি এই হিসেবে আমাকে ২০২০ এ পুরস্কার দেওয়া হয়।মানে সত্যতা হলো ২০২০ এ আমি হিফজ শেষ করিনি পরবর্তীতে আমি যেই পৃষ্ঠা গুলো ২০২০ এ অনলাইনে এবং পরবর্তীতে অফলাইনে ক্লাস শুরু হওয়ার পর শোনানো হয়নি সেই পৃষ্ঠাগুলো আবার অন্য একজন উস্তাযকে না দেখে শুনিয়েছি ২০২১ এ । মানে আমার হিফজ শেষ হয়েছে পরবর্তীতে ২০২১ এ। কিন্তু মাদ্রাসায় যে লেখা যে আমি ২০২০ এ হিফজ শেষ করেছি এখন এইটা প্রতারণা হবে?
(১) তখন ভুল করেছি কিন্তু এখন যে লেখা আছে ২০২০ এ আমি হিফজ শেষ করেছি । ঐখানে লেখা থাকার জন্য আমার গুনাহ হবে?
(২) আমার করণীয় কি? ঐখানে এটা লেখা থাকলে আমি কি সরিয়ে ফেলতে বলবো? কিন্তু ঐখানেতো আরো অনেকের নাম আছে? আর সরিয়ে ফেলতে বললে কারণ কি বলবো? না সরালে আমার গুনাহ হবে?
•) একটা সংগঠন আছে তারা যুবকদেরকে নিয়ে বিভিন্ন দ্বীনি কাজ করেন। এখন তারা তাদের কাজের জন্য যে ফান্ড সংগ্রহ করেন। আমাকে তাদের একজন বলেছেন লেখা থাকে যে এখানে হারাম টাকা না পাঠানোর জন্য। এখন তাদের জন্য টাকা নেয়া হালাল হবে যদি হারাম টাকা দেয় কেউ ?
৩) লেখা আছে যেনো কেউ হারাম টাকা না দেয় এইকারনে একটা লেখা আছে। এখন কেউ যদি এরপরও হারাম টাকা দেয় তারা ব্যবহার করতে পারবেন কি তাদের জন্য হালাল হবে?
৪)উস্তায তাদের যেই সদস্যগণ আছেন তাদের থেকে তারা একটা টাকা নেন। এখন এটাতো কমন সেন্স যে এমন একটা সংগঠনে হালাল টাকা দেয়া কিন্তু এখন যদি কেউ হারাম টাকা দেয় এটা তারা গ্রহণ করতে পারবে?
(৫) ২২ তারিখে তারা বৃক্ষরোপণ প্রোমোটের জন্য একটা rally বের করতে চাচ্ছেন এখন তারা তাদের ফান্ডের টাকা দিয়ে শার্ট, চারা এগুলো কিনলে সেই শার্ট আমি পরিধান করতে পারবো ?আমার জন্য হালাল হবে?
(৬) তাদের সদস্যদের মধ্যে কেউ হারাম টাকা যদি দেয় । যেহেতু টাকা মিক্স হয়ে যায় হালাল হারাম আলাদা না করলে এখন ওই টাকা দিয়ে কর্মসূচির জন্য একটা শার্ট কিনে আমাকে পরিধান জন্য দিলে আমার জন্য পরিধান করা হালাল হবে??
(৭) বায়ু ত্যাগ করলে পায়খানার রাস্তায় আদ্র ভাব তৈরি হয় একটু ভেজা লাগে বেশি না। এখন এটাকি টিস্যু দিয়ে মুছতে হবে?
নাকি না মুছেই আমি কুরআন না ধরে মুখস্থ তিলাওয়াত করতে পারবো?