আপনাদের কথামতো যাদের থেমে থেমে সাদাস্রাব হয় তাদের জন্য নামাযের বিধান হলো সে পুরো ওয়াক্ত জুড়ে নামাজ আদায়ের চেষ্টা করবে। কিন্তু এমন নারী আছে যাদের কখনো ৩/৪ মিনিট পরে কখনো ৫/৬ মিনিট পরে এরকম সাদাস্রাব আসে তো দেখা যায় একই নামায ৪/৫ বার আদায় করলে একবার হয় এর মধ্যে এতই সামান্য সাদাস্রাব আসে যে চেক না করলে বোঝা যায় না তো এভাবে যদি প্রায় প্রতি ওয়াক্তেই এভাবে বার বার করে নামায আদায় করা লাগে একসময় তো মানুষ অতিষ্ট হয়ে দ্বীন থেকেই বেরিয়ে যাবে। ইসলাম তো সবার জন্য সহজ কিন্তু এক্ষেত্রে এতো কঠোরতার কারন কি?