Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
উস্তাদ আমি আজকে স্বপ্নে দেখি আমার হাজবেন্ড বসে কুরআন তিলাওয়াত করছে , আমি তার সামনে বসার পর সে আমাকে সুরা ফজর তিলাওয়াত করে শুনাচ্ছে যেখানে একটা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা আছে, আমার স্বামী আমাকে দেখার পর অনেক ভয়ে ভয়ে তিলাওয়াত করছিল যে আমি আবার ওর কোনো ভুল ধরি নাকি , অনেক সাবধানে জাল এর উচ্চারণ করছিলো, এমন সময় হঠাৎ করে আমি ভয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি আর বলি যে এখানে বিড়াল আছে , আমার স্বামীও তখন ভয় পেয়ে যায় ও আর তখন ভয়ে বিড়াল টাকে তাড়াতে সাহস পাচ্ছিল না এদিকে আমি ওর গলায় জড়ায় ধরে ছিলাম , ও পা দিয়ে একটু ইশারা দিলেই হয়ত বিড়ালটা চলে যাইত বাট ও সাহস পাচ্ছিল না , বিড়ালটা বাদামি রঙের ছিল আর কিবলামুখী হয়ে বসে ছিলো,
এরপরপরই আমার ঘুম ভেংগে যায় , এই স্বপ্নের ব্যাখা জানতে চাই উস্তায