আসসালামু আলাইকুম
ঘরে কথা বার্তায় বিভিন্ন সময়ে বউকে বেটে বলে, বউ শাশুড়িকে সম্মান করে না বলে। বারবার এ কথা ও কথার কারণে ছেলে যদি মাকে বলে তাহলে কি এই কথার কারণে তালাক দিতাম? এবং মা যদি বলে এ কারণে কেন তালাক দিবি? কোন একটা ইস্যু বানিয়ে তারপর তালাক দিবি। এতে ছেলে যদি রেগে বলে ইস্যু কেন বানানো লাগবে? আমি ইস্যু ছাড়াই তালাক দিবো। ইস্যু বানিয়ে কেন তালাক দিতে হবে আপনারা যদি চান।
ছেলের এই কথাগুলোতে মা কষ্ট পেলে কি ছেলে গুনাহগার হবে?