আসসালামু আলাইকুম।
১//ভাই, নিয়ত মনে মনে করতে হয় অপরদিকে মানুষ না চাইতেও কিছু ভাব, চিন্তা মাথায় চলে আসে।
নিয়ত অন্তর দিয়ে করতে হয়। শয়তানও অন্তরে ওয়াসওয়াসা দেয়। কীভাবে বুঝবো কোনটা নিয়ত আর কোনটা শয়তানরর ওয়াসওয়াসা?
২// মনে মনে ভাব উদয় হলে বা মাথায় আসলেই সেটা নিয়ত হয়ে যায়?
৩// নাকি মনে মনে শতবার চিন্তা আসুক মাথায় হাজারবার ভাব উদয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত দৃঢ় সংকল্প বা ইচ্ছা না করা হয় তাকে নিয়ত বলা যাবে না।
৪// শয়তানের ওয়াসওয়াসা আর নিয়ত তো এক জিনিস না তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝয়ি বললে ভাই অনেক উপকার হতো।