আমার বাবা দীর্ঘ ২৫ বছর যাবত পরিবার ছাড়া ঢাকা থাকে। তবে, প্রতি মাসে বা ২ মাস অন্তর পরিবারের সাথে দেখা করার জন্য বরিশাল আসে। প্রতিবারই সে ১৫ দিনের কম অবস্থান করে। বরিশাল আসলে, সে যে বাড়িতে থাকে, তার মালিক আমার বাবা নয়। সেই বাড়ির মালিক আমার মা। তবে, আমার বাবা বরিশালের ভোটার। এনআইডিতে তার স্থায়ী ঠিকানা বরিশাল। এখন আমার বাবা কী বরিশাল আসলে কসরের সালাত আদায় করবে নাকি পূর্ণ সালাতই আদায় করবে?