শুরুটা হয় ফেইসবুক থেকে। ফেসবুকে একদিন হুরমতে মুসাহারাত সম্পর্কে জানার পর গুগলে গিয়ে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারি । তারপর থেকেই শুরু
** একদিন মা আমার মাথায় তৈল দেওয়ার সময় আমার মনে হুরমতে মুসাহারাতের কথা মনে পরে হটাৎ । কোনো প্রকার উত্তেজনা ছিল না । লজ্জা স্হান শুধু সামান্য দাঁড়িয়েছিল । পরিপূর্ণ না । তবে কোনো প্রকার খারাপ উদ্দেশ্য ছিল না আমি এটা করবো বা ওটা করবো । মাথায় তৈল দেওয়ার সময় মুখে শব্দ করেছিলাম। মাথায় তৈল দিয়ে থাপরিয়ে দিলে যে রকম শব্দ করে ঐ রকম
1/ কোনো প্রকার জৈবিক চাহিদা ছিল না আমার এখন কি হুরমত সাবাস্ত হবে ??
দয়া করে উত্তর দিবেন ইনশাআল্লাহ