অনেকেই আছেন যারা হায়েজ অবস্থায় কুরআন তেলাওয়াত করেন হাত মোজা পড়ে। তাদের ভাষ্যমতে হিফজ ধরে রাখার জন্য মাসিক ৭ দিন গ্যাপ দেওয়া তাদের জন্য কষ্টকর। ৭ দিনে তাদের সাত সবক আমুখতা একদম কাঁচা হয়ে যায়। পরে সেটা ইয়াদ করতে করতে আবার হায়েজ চলে আসে।
তাই জানতে চাচ্ছিলাম। হিফজের ছাত্রীরা কি হায়েজ অবস্থায় তাদের ৪/৫/১০ পারা যা ই শুনানো হয়েছে তা কি মুখে মুখে মুখস্থ পড়তে পারবে এবং অন্য কাউকে সেই পড়া কি শুনাতে পারবে? আর যদি না পারে তাহলে কিভাবে ইয়াদ রাখবে?
করণীয় কি বললে মুনাসিব হয় হুজুর।
জাঝাকাল্লাহু খইরন