আসসালামু আলাইকুম।
কিছুদিন আগে আমার একজন প্রতিবেশী মারা গিয়েছেন যিনি খুবই বৃদ্ধ ছিলেন,উনি অনেকদিন বিছানাতেই ছিলেন,ওই অসুস্থ অবস্থাতেই উনার মৃত্যু হয়। উনি কিছুটা সুস্থ থাকা অবস্থায় কষ্ট করে আমাদের বাসায় আসতেন,আমাদের সাথে গল্প করতেন।
আজকে সকালে আমি উনাকে স্বপ্ন দেখি,যদিও উনার কথা আমার মাথাতেই ছিল না। আমি দেখলাম উনি খুব সুন্দর করে শাড়ি পড়া অবস্থায় মাথায় ঘোমটা দেওয়া,আমাদের বাসায় এসেছেন।আমি উনাকে সালাম দিয়েছি,উনি উত্তর দিয়েছেন।উনি খুব হাশি দিয়ে উত্তর দিয়েছেন এবং খুব সুস্থভাবে হেঁটে এসেছেন। উনি জীবিত অবস্থায় এভাবে স্বাভাবিকভাবে আমি উনাকে কখোনই হাঁটতে দেখিনি এবং এভাবে শাড়ি পরিপাটি করেও পড়তে দেখিন,যেহেতু উনি অনেক বৃদ্ধ ছিলেন তাই উনার হাঁটা স্বাভাবিক ছিল না,আর পোশাকও পরিপাটি থাকতনা। উনি যখন আমার দিকেই আসছিলেন তখন স্বপ্নের মাঝেই আমি ভাবছিলাম উনিতো মারা গিয়েছেন,তাই একটু ভয় পাচ্ছিলাম।তখন উনি আমাকে বলছিলেন আল্লাহ তোমার ভালো করবে,আল্লাহ তোমার ভালো করবে। ২ বার বলেছেন,তারপর আমার ঘুম ভেঙ্গে গিয়েছে।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।