যদি কোনো ভাবেই পর্দা সম্ভব না হয় তাহলে মুখ না ঢেকে সব সময় মাথায় কাপড় দিয়ে থাকলে কি হবে? শশুরবাড়ির ফ্যামিলি অতো দ্বীনি না এই জন্য তারা পর্দার বিষয় বুঝবে না। খাওয়ার টেবিলে কি সবাই এক সাথে খেতে পারবে? কিংবা মুখ খোলা রেখে ভাসুরের সাথে তার বউয়ের সামনে কথা বলা যাবে? যদি পরিস্থিতি সহায় না হয় জোর করে তো কিছু করা সম্ভব না,,এই ক্ষেত্রে নামাজ কালাম, ঈমান, আমল ঠিক রেখে, বাইরের খাস পর্দা করে যদি ঘরে পর্দা একটু কম করি তাহলে কি ফেতনার আশঙ্কা থাকবে? বা পরকালে ক্ষমা পাবো??