আসসালামু আলাইকুম।
সূরা ইয়াছিনের ৫২ নং আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন,
قَالُوۡا یٰوَیۡلَنَا مَنۡۢ بَعَثَنَا مِنۡ مَّرۡقَدِنَا ٜۘؐ ہٰذَا مَا وَعَدَ الرَّحۡمٰنُ وَصَدَقَ الۡمُرۡسَلُوۡنَ
"তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠাল? (উত্তর দেওয়া হবে,) এটা সেই জিনিস, যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য কথা বলেছিল।"
সূরা রুমের ৫৫ নং আয়াতে বলা হয়েছে,
وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یُقۡسِمُ الۡمُجۡرِمُوۡنَ ۬ۙ مَا لَبِثُوۡا غَیۡرَ سَاعَۃٍ ؕ کَذٰلِکَ کَانُوۡا یُؤۡفَکُوۡنَ
যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে, এক মুহুর্তেরও বেশী অবস্থান করিনি। এমনিভাবে তারা সত্যবিমুখ হত।
এ থেকে বুঝা যায় যে কবরে জাহান্নামি ব্যাক্তিও নিদ্রান্বিত অবস্থায় থাকবে । অর্থাৎ কবরে কোনো আযাব হবে না।যদি কবরে তাদের আযাব হতো-ই তাহলে তারা, "হায় আমাদের দুর্ভোগ,কে আমাদের নিদ্রাস্হল থেকে উঠালো! " "কবরে এক মুহূর্তের বেশিও অবস্হান করিনি" এমন কথা বলতো না।
⛔ তাহলে কবরে যে আযাব হবে এটি কুরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত?
যদি মৃত্যুর পর মাটির চাপ,কবরের আযাব বলে কিছু থাকতো তাহলে কেন এটি কুরআনের কোথাও ও উল্লেখ করা নেই?