আমার স্বামী গার্মেন্টস এর মারচেন্ডাইজার উনার কাজ বায়ার এর সাথে, বায়ার এর জন্য যে সম্পল বানানো হয় এগুলো অফিস স্টাফ সবাই নেয়, মালিক জানে যে সম্পল সবাই নেয়, মালিক নিষেধ করে না যে কোনো নাও তোমারা। আমার স্বামী নেয় না কারণ উনি সিওর না যে এটা নেওয়া জায়েজ হবে কিনা, উনি এক সিনিয়র কে জিজ্ঞেস করছিল যে এটার লিগাল পদ্ধতি কি নেওয়ার, উনি বলছে যে জিএম স্যার এর সিগনেচার নেওয়া লাগবে নিলে তাহলে লিগাল হবে, এখন আমার স্বামী যদি জিএম স্যার এর সিগনেচার নিয়ে সম্পল নেয় সেটা জায়েজ হবে?