আসসালামু আলাইকুম। না জানা বা ভুলে যাওয়া ব্যাক্তির বিভিন্ন বিষয় নিয়ে:
১।আসসালামু আলাইকুৃম। অজ্ঞতা কারনে বা অজান্তে বা না বুঝে কোন কুফরি কথা যেমন: হালালকে হারাম ভাবার পর বা বলার পর যখন জানতে পারে এসব কারণে ঈমান নষ্ট হতে পারে তখন সে হয়ত ভবে আর এমন ভাববে না বা বলবে না।বিয়ের আগে জানতে পারে ।কিন্তু এর পরবর্তীতে মানে ভুলে কুফরি কিছু করার পর এটা তওবা না করলেও ঈমান চলে যেতে পারে সেটাও জানে না বা ভুলে গেল।তওবার নিয়ম (শর্ত) ও জানত না বা ভুলে গেল এমন মানুষ।পরবর্তীতে কোন একসময় বিয়ের আগে অথবা পরে তওবা নিয়ে জানার পর আল্লাহর কাছে সরাসরি তওবা করলে তার ঈমান থাকবে?তওবা নিয়ে বিস্তারিত না জানা বা সহজে ভুলে যাওয়া স্বভাবের মানুষ (তাই না জানা)?
২।বিয়ের পর যখন তওবার নিয়ম ও তওবা করতে হবে সম্পর্কে জানলে এবং জানার পর সঠিকভাবে তওবা করে, তার বিয়ে করা কি বৈধ হয়েছিল?আর বিয়ে ও ঈমান ঠিক থাকবে?ভুলে যাওয়া স্বভাবের লোক।
৩।ঈমান আর বিয়ে কি ঠিক আছে?