আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মেয়ে ক্লাস ৯ এ পরে,হায়েয হয়েছে অনেক আগেই।দ্বীনদার পাত্রের বিয়ে প্রস্তাব এসেছে।এখন আমি যদি মেয়ে এসএসসি পাসের পর বিয়ে দেওয়ার শর্ত রাখি বা এই কারণে বিয়ে না দেই তাহলে কি আমি গুনাগার হবো? মেয়েটা এখনো বাচ্চাসুলভ তাই ভয় হয় এখন বিয়ে দিলে যদি মানসিক প্রভাব পড়ে? আর বিয়ে এমনই এসএসসি পাসের পরই দেওয়ার ইচ্ছা আছে আর দেরি করবো না।
জাযাকুমুল্লাহ খাইর।