আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
অনেকে দেখা যায় তার জীবনে দু:খের কথা শেয়ার করে,সবরের সর্বোচ্চ লেভেল পার করে গেছে,যেখানে সে মাজলুম, শেয়ার করে চাপা ভয়ংকর কষ্ট থেকে হালকা হয় সেকথা গুলো শুনলে কি সেগুলো গিবতের অন্তর্ভুক্ত হবে?
১.আমরা যদি তার কথা শুনি তাহলে কি আমাদের গুনাহ হবে ?
২.যদি সেটা হয় তাহলে কি করণীয়?