আসসালামু আলাইকুম, নিচের প্রশ্নটির উওর চাই দয়া করে।
১/ কোন ব্যক্তি যদি বলে আমি যতবার বিয়ে করবো ততবার ৩ তালাক।
পরবর্তীতে কুফরিতে লিপ্ত হয়ে কুফরি বাক্য উচ্চারণের মাধ্যমে তার ঈমান চলে যায়।
নতুন করে ঈমান আনার পর তাদের আগের শর্তযুক্ত তালাক কি বাতিল হবে? নাকি নতুন করে ঈমান আনার পর সে ব্যক্তি এখন আবার বিয়ে করতে পারবে?