আসসালামুআলাইকুম শায়েখ, বর্তমানে জমির শেয়ার কিনে সম্মিলিত ভাবে এপার্টমেন্ট করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে এপার্টমেন্ট নির্মাণের পর একেক শেয়ারের মালিক একটি করে ফ্লাট বুঝে পায়। কিছু অধিকাংশ ক্ষেত্রে কে কোন ফ্লাটটি পাবে এটি আগে থেকে নির্ধারিত থাকেনা যেহেতু সবাই চাবে নিজের পছন্দসই ফ্লোরে এবং পজিশানে নেয়ার জন্য। এক্ষেত্রে লটারিরি মাধ্যমে শেয়ার হোল্ডারদের মধ্যে নির্ধারিত হয় কে কোনটি পাবে। তবে কারো হক এখানে বঞ্চিত হচ্ছেনা শুধু পজিশন সিলেক্ট করার জন্য এই পদ্ধতিতে নির্ধারণ করা হচ্ছে। এধরণের লটারি কি জায়েজ হবে?