https://ifatwa.info/124714
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাজ, উস্তাজ আমাদের সবাইকে পুরোপুরি শয়তান বদজিন দিয়ে আক্রমণ করে ফেলসিলো উস্তাজ, আমরা কেউই তালাক কখনোই চাইনাই, আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মু দুজন আপন বোন তোহ তাই উনারা বোন এ বোন এ একজন আরেক জনের সাথে অভিমানের সুরে কথা বলতেসিলো কিন্তু শয়তান যে অনেক আগে থেকেই আসতে আসতে আমাকে আমার দ্বীন দিয়েই আল্লাহ কে রাজি খুশি রাখার ইসে দিয়েই আমাকে নাস্তানাবুদ করছিলো আমি বুঝতেই পারিনি উস্তাজ আমাকে বদজিন একেবারে বশ করে ফেলেসিলো উস্তাজ আমি একদম হেফাজতের আমল করতে পারিনি উস্তাজ শতচেষ্টার পরো উস্তাজ, আমি এখন সব টা বুঝতে পারছি উস্তাজ যে এইসব কিছুই বদজিনের কারণে হইসে উস্তাজ, উস্তাজ শয়তান যেনো কামিয়াব না হয় উস্তাজ আল্লাহ কে বলুন না উস্তাজ, উস্তাজ আমি কখনই এমন হতে দিবোনা বলে শয়তান কে চ্যালেঞ্জ করতাম উস্তাজ কিন্তু শয়তান আমাকে আমারই দ্বীন দিয়ে আমারই আল্লাহর রাজি খুশি করানোর উদ্দেশ্য কে সব চেয়ে ঘৃনীত কাজ করায় ফেলসেন উস্তাজ, কিভাবে কি হয়েগেলো উস্তাজ!উস্তাজ আমার স্বামী অনেক রাগী মানুষ উস্তাজ সে প্রচুর রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকেনা উস্তাজ সে একদম বোকা উস্তাজ সে দ্বীন সম্পর্কে খুবই গাফেল উস্তাজ, তাকে আমি মুফতি জুবায়ের আহমদ উস্তাজ এর নসীহত অনুযায়ী আল্লাহ তায়ালার রহমতে মায়া দিয়ে ভালোবাসে দ্বীনের দাওয়াত দিবো ভেবেছিলাম কিন্তু শয়তান কি করে ফেললো উস্তাজ, উনি বলতেসে উস্তাজ উনি তখন কিছুই বুঝতে পারতেসিলোনা উস্তাজ, উনি একদম চান নাই এমন হোক উস্তাজ একদম নিয়ত ছিলোনা উস্তাজ, কোনো অদৃশ্য শক্তি সবাইর ব্রেইন কে দখল করে ফেলেসিলো তখন উস্তাজ কেউই এমন টা চান নাই উস্তাজ কিন্তু শয়তান আমার সাথে শত্রুতা করতে গিয়ে এমন করে ফেলসে উস্তাজ কারণ আমার খুব স্বপ্ন আশা ছিলো উস্তাজ আমি যুগ শ্রেষ্ঠ আলেমদের মা হবো, শ্রেষ্ঠ জান্নাতি নারীদের মতো আমার মেয়েদের তারবিয়াত করবো শয়তান কে জিততে দিবোনা কিন্তু উস্তাজ শয়তান আমাদের স্বামী স্ত্রী কে বদজিন দিয়ে পুরোপুরি আক্রমণ করায় ফেলসিলো উস্তাজ, আমরা দুজনই বদজিনের পুরোপুরি বশে চলে গিয়েছিলাম উস্তাজ আমাদের রুকায়াহ করা করা অত্যন্ত জরুরি ছিলো উস্তাজ উনি বিদেশ থেকে আসার পর দুজনের রুকাইয়া করবো উস্তাজ কিন্তু উনি দেশে আসতেসে শুনেই শয়তান আরো বাজে ভাবে আমাদের আক্রমণ করেন উস্তাজ আমি উনার চেহারা পর্যন্ত দেখতে পারিনাই উস্তাজ দেশে আসার পর!! উস্তায়াজ আল্লাহর ওয়াস্তে আমাদের জন্য দুয়া করুন, উস্তায়াজ আল্লাহ অতিই মহান উস্তাজ আমি জানি আমার রাব্ব শয়তানকে জিততে দিবেন না উস্তাজ, সকল উস্তাযদের কে বলিয়েন যেনো আমাদের জন্য দুয়া করেন আল্লাহর ওয়াস্তে দুয়া করিয়েন উস্তাজ, উস্তাজ আল্লাহ কে বলুন না উস্তাজ আমাদের উপর রহমত বর্ষিত করুন, উস্তাজ আপনাদের দুয়া আল্লাহ কবুল করবেন উস্তাজ, আল্লাহর ওয়াস্তে আমাদের জন্য দুয়া করুন উস্তাজ, শয়তান কে জিততে দিয়েন না গো রাব্ব, উস্তায়াজ দোয়া করিয়েন উস্তায়াজ