আসসালামু আলাইকুম উস্তায।মিরাস বন্টনের বিষয়টি বুঝতে একটু সমস্যা হচ্ছে। তাই বিস্তারিত সহজ ভাষায় বললে খুবই মুনাসিব হয় ইন শা আল্লাহ।
উল্লেখ্য,আমার বাবা মারা গেছেন ( রহিমাহুল্লাহ) ১ বছরের বেশি সময় হয়েছে। আমরা দু বোন এক ভাই। আমার মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ।
আমার বাবার মা-বাবা,ভাই -বোন- দাদা -দাদি,নানা-নানি জীবিত নেই।
বাবা মারা যাওয়ার সময় নিজের ব্যবহার্য জিনিসপত্র,১৬ শতাংশ নিজের কেনা জায়গা (যেখানে বর্তমানে আমার মার তত্বাবধানে একটি ঘর করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহা। ) ওয়ারিশগতভাবে পাওয়া আমার দাদি,দাদার কিছু জায়গা এগুলোই রেখে গেছেন।
এখন এটি বন্টন কিভাবে করবো? ঘর করা হয়েছে অনেক কষ্টে অনেক টাকা ঋণ করে । রুম অনুযায়ী ভাগ করা হয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারো বেলকনি সহ কারো বেলকনি ছাড়া। এখন এই বন্টনেও কি সমান সমান ভাগ হতে হবে? আর বাকি জায়গা ভাগ হয় নি । পুরো জায়গা আমরা তিন ভাই বোন মা মিলিয়ে একত্রেই সন্তুষ্ট তবুও কি এটা বন্টন করতে হবে? মিরাস যদি এভাবে থাকে তবে কি গুনাহ হবে? বন্টন কিভাবে করতে হবে? এমনিতে বিল্ডিং এর নিচ তলা আমার ছোট ভাইয়ের বাকি উপরের তলার অর্ধেক অর্ধেক দুই ভাগ করে দুবোন নেয়ার কথা পরামর্শ করা হয়েছে । কিন্তু নিচ তলা বাবা,মা,ভাই-বোনের জয়েন্ট টাকা দিয়েই করা হয়েছে তাই উপরের তলা আপাতত ধরার প্ল্যান নেই। সামগ্রিক ভাবে মিরাস বন্টনের বিস্তারিত জানতে চাচ্ছিলাম সহজভাবে । একটু কঠিন লাগছে বিধায় আপনার কাছে জানতে চাওয়া। জাযাকুমুল্লহ খইর