ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মু'মিন একটি মুহুর্তও অযথা কাটাবে না।বরং সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে।নামায পড়বে,কুরআন তিলাওয়াত করবে,নয়তো যিকির করবে।যদি ইবাদত করতে করতে মন ক্লান্ত হয়ে যায়,তখন মনকে উৎফুল্ল করতে বৈধ বিনোধনের ব্যবস্থা শরীয়তে রয়েছে। বৈধ বিনোধন সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/673
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সবাই টাকা দিয়ে যদি খাসি জবাই করে এবং জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়, এখানে অন্যায়ভাবে কারো মালকে নেয়া না হয়, তাহলে এই খাওয়া দাওয়া হারাম হবে না। হ্যা, খেলাধুলার উদ্দেশ্যে এরকম আয়োজন কখনো কাম্য হতে পারে। যাইহোক, আপনাদের জন্য আপনাদের ভাই কিছু নিয়ে আসলে সেই খাবারকে পরিত্যাগ করাই শ্রেয় হবে।
(২) "তোমাকে আমি আর নিব না" অথবা "তোমাকে আমি আর নিতে চাই না" অথবা বলে "তোমাকে আমি আর চাই না"
এগুলো তালাকের নিয়তে বললে তালাক হবে। তিনবার বা তার চেয়ে বেশীবার তালাকের উদ্দেশ্যে বললে তালাক হবে। নতুবা তালাক হবে না।