السلام عليكم و رحمه الله وبركاته
১)আমার ভাই নামাজ পড়ে না শুধু শুক্রবার জুমাআর নামাজ টা পড়ে, সে কয়েকদিন পর পর ই ফুটবল খেলতে যায় আর খেলায় জিতলে সবাই টাকা মিলিয়ে ছাগল কাটে আর সেই মাংস দিয়ে খিচুড়ি রান্না করে তার বন্ধু দের সাথে খায় আমার আমদের জন্য ও নিয়ে আসে, এই খিচুড়ি খেলে কি গুনাহ হবে?
২)আমার স্বামীর সাথে যোগাযোগ করলেই বেশির ভাগ সময় ই সে আমাকে বলে তোমাকে আমি আর নিব না অথবা তোমাকে আমি আর নিতে চাই না ‍,অথবা বলে তোমাকে আমি আর চাই না তিনবারের বেশি বলছে স্বামী এগুলা বললে কি আমাদের তালাক হয়ে যাবে ?