আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। আমার নানী গত ১৮ইজুন, ২০২৫ ইং তারিখ বিকালবেলা (আসরের ওয়াক্তের মধ্যেই) ইন্তেকাল করেন। তিনি ঐদিনের যোহরের সালাত আদায় করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে শরীর খারাপ লাগার কারণে আর আদায় করতে পারেন নি।
১। এই অবস্থায় আমরা ( নাতি-নাতনীরা) অথবা তার মেয়েরা কী তার পক্ষ থেকে নামাজের ফিদিয়া আদায় করে দিতে পারবো? অনেক সময় ওসিয়ত করার ব্যাপারে না জানার কারণে অনেকেই ওসিয়ত করে যেতে পারেন না। আমার নানি অনেক সহজ সরল ছিলেন। তার কিছু গচ্ছিত টাকা রয়েছে। আমারা কী সেই টাকা থেকেই ফিদিয়াহ আদায় করব না আমাদের নিজেদের টাকা থেকেই আদায় করে দিতে পারবো?
২. যদি কোনো কারণে ঐদিনের ফজরও কাযা হয়ে থাকে সেটির ফিদিয়াও কী আদায় করা যাবে?
৩. এক্ষত্রে ফিদিয়াহ আদায়ের পরিমাণ কত হবে? বর্তমানে এক ফিতর সমান কত টাকা? হিসাবটি কীভাবে করতে হবে? ফজর আর যোহরের ফিদিয়াহ আদায় করতে হবে? নাকি আসরেরটা সহ আদায় করতে হবে? (আসরের ওয়াক্তে ইন্তেকাল করেছিলেন)