আমার স্বামীকে দ্বিনের দাওয়াত দিলে,এক সময় সে বলে বিকল্প বেছে নিতে।।এমন অবস্থা কি তালাক হবার সম্ভবনা থাকে।তাকে বারবার দ্বিনের দাওয়াত দিলে সে একই কথা বলে।সে মোটামুটি প্যাকটিসিং কিন্তু মাঝে মাঝে গাফেল হয়ে যায়।।আমি চাই সে আমাকে দাওয়াত দিক কিন্তু সে তা করেনা।।আমার অনেক রাগ হলে তাকে অনেক কিছু বুঝাই,পরে তিনি বলেন বিকল্প বেছে নিতে।।তিনি আর পরিবর্তন নাও হতে পারে।।এমন অবস্থা আমি খুব চিন্তায় আছি,কি করণীয় আমার যদি বলতেন।।