আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ
আমার এক আত্নীয় তার ছেলের জন্ডিস হলে মানত করে যদি ছেলে সুস্থ হয় তাহলে একটা জান কুরবানি করবে। তাই তিনি একটি ছাগল কুরবানী করতে চাচ্ছেন। এখন এসব মানত পূরণে কুরবানির নিয়ম কিরূপ? আমার সেই আত্মীয় কি এখান থেকে মাংস খেতে পারবে? নাকি পুরোটাই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে?