السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ, হায়েযের সময়সীমা সর্বোচ্চ ১০দিন পর্যন্ত হলে এইক্ষেত্রে তা কোন ওয়াক্ত পর্যন্ত গণনা করতে হবে?
উদাহরণস্বরূপ: কারো হায়েয যদি মাসের ১তারিখ যোহরে শুরু হয় তাহলে হায়েয সর্বোচ্চ ১০দিন হিসেবে কি ওই মাসের ১০তারিখ যোহর ওয়াক্ত পর্যন্ত হায়েয ধরা হবে ?