আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
https://ifatwa.info/124592/
ওস্তাদজী আপনার উত্তরটা বুঝতে পেরেছি, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নটার উত্তর পাইনি।
১.আপনার প্রথম অংশের উত্তরে আপনি বললেন তালাক হয়েছে, আমার প্রশ্ন ছিল এখন আবার সংসার করার জন্য কি করা লাগবে? নিয়মটা কি?
২.আপনার দ্বিতীয় অংশে বললেন কাজি বা কোর্ট থেকে পেপারটা বের করতে,কিন্তু পেপারটা তো কোনো কোর্ট বা কাজি থেকে আনা হয় নাই।কম্পিউটারের দোকান থেকে নাকি টাইপ করা হয়েছে যার কোনো কপি খোজে কোথাও আর পাওয়া যায় নাই। এখন করণীয় কি?
আমার প্রশ্নের মেইন বিষয়টাই ছিল, এখন সংসার করার জন্য কি কি করা লাগবে? আবার কি বিয়ে করা লাগবে? নাকি এমনিতেই আগের মতো সংসার করবে?