আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
4 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)

السلام عليكم و رحمة الله و بركاته
1. সম্মানিত উস্তায। আমি একটি বিষয়ে অনেকদিন যাবত ইস্তিখারা করছি.... যেহেতু ফাইনাল সিদ্ধান্ত হয়নি তাই আমি রেগুলার ইস্তিখারা করার চেষ্টা করি।
পূর্বের ইস্তিখারা স্বপ্নের ব্যাখ্যা-
১. https://ifatwa.info/124058/
২. https://ifatwa.info/119189/

আমি গতেকাল অনেক দুয়া করি যেন ক্লিয়ারলি বুঝতে পারি বিষয়টি নিয়ে।
রুলস অনুযায়ী ইস্তিখারা ছ্বলাত আদায় করে ঘুমিয়ে পরি রাত ১০ টায়। এরপর স্বপ্নে দেখি-
বিয়ের সময় নিয়ে কথা হচ্ছে দুই পরিবারের সাথে। কিন্তু উনাদের (ছেলেপক্ষের) এক আত্মীয় চাচ্ছে না বিয়েটা হোক, তাই সে নেগেটিভি ছড়াচ্ছে বিভিন্ন ভাবে। এরপর দেখি সে ব্যক্তি(যার সাথে বিয়ে হওয়ার কথা চলছে) আমাদের বাসায় আসে এবং জানতে চায় কী হয়েছে? এরপর আমি পুরো বিষয়টি বর্ণনা করি। পরিবেশ খুবই শান্ত, প্রশান্তিদায়ক ছিল।

এরপর দেখি বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমার মা বাহিরে কিছু একটা কাজ করছে, আমি মায়ের পাশেই হেল্প করছিলাম মা কে। অনেকক্ষণ যাবত বিদ্যুৎ ডিসকানেকটেড। এক পর্যায়ে মা বললেল ঘরের থেকে শব্দ আসছে, কিসের শব্দ দেখ তো গিয়ে। আমি ভয়ে ভয়ে ঘরে এসে দেখি আমার ভাইয়া কাউকে না জানিয়ে বাংলাদেশে এসেছেন সাথে আমার কাজিনরাও বসে আছে। আমি ভাইয়াকে দেখে জোড়ে চিৎকার দিয়ে উঠি খুশিতে।
এরপরই ঘুম ভেঙে যায় রাত প্রায় ১২ টা তখন।
এ স্বপ্নের ব্যাখ্যা কি উস্তায? নাকি কল্পনা প্রসূত এটি?

2.  আমি দেখি আমরা মদিনায় বসবাস করছি, সেখানেই আমাদের বাসা। এক বিকেলে আমি স্কুল থেকে বাসায় আসছি খোলা মাঠ দিয়ে খেলতে খেলতে খুব খুশি মনে, এসে দেখি আমার মা কিছু একটা কাজ করছে। আমি ফ্রেশ হয়ে দেখি আমার ভাইয়া ভাবি আয়নার সামনে রেডি হচ্ছে, উনারা মদিনায় হাটতে যাবে। ভাইয়া ভাবি খুনশুটি করছিল। এরপরেই ঘুম ভেঙে যায়।

বি.দ্র.: আমার ভাইয়া ভাবিকে দেখতে বাস্তবের চেয়েও অনেক বেশি সুন্দর আর কিউট লাগছিল। আমাদের বাসাটা ছিল নবী রসূল ﷺ যুগের মতো সাদামাটা পুরোনো, ঐ সময়টাই সে যুগের মনে হয়েছে।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায?

3. ৩-৪ দিন আগে আমি স্বপ্নে দেখি আসিফ আদনান বিয়ে প্রস্তাব দিয়েছে আমাকে। আমি এটা দেখে জিজ্ঞেস করেছি আপনার ওয়াইফ থাকতে আমাকে কেন প্রস্তাব দিলেন? আমাকে চিনেনই বা কিভাবে। উনি কিছু বলছেন না, খুবই মন খারাপ তার। রাষ্ট্রীয় ভাবে তিনি বড়ো ঝামেলায় আছেন এটা বুঝিয়েছেন আমাকে। আমার মনে হলো রাষ্ট্রীয় ভাবে ঝামেলায় আছেন সেটা স্পষ্ট করে বললেই হতো আপনার অনেক টাকার প্রয়োজন এই মূহুর্তে। এরপর মনে মনে ভাবছিলাম উনাকে টাকা দিয়ে হেল্প করব।
★কখনও এই টাইপের বা অন্য কিছুই আমার কখনই চিন্তায় আসেনি অবচেতন মনেও। অনলাইনে ভালো কাউকে দেখে ফিতনায় পরা থেকে আমি অনেক অনেক দূরে আলহামদুলিল্লাহ।
উস্তায!আমার প্রশ্ন হচ্ছে আমি এ স্বপ্ন কেন দেখেছি? এটার কী ভালো ব্যাখ্যা আছে নাকি কল্পনাপ্রসূত!(যেহেতু স্বপ্ন কল্পনা প্রসূত হওয়ার জন্য কল্পনার প্রয়োজন হয়না)

এরপর দেখি আমাদের উঠানে অনেক পানি। এবং পানিতে অনেক মাছ। আমি আর আমার এক কাকি মিলে মাছ ধরতেছিলাম...
এরপর দেখি আমাদের অনেক বড়ো একটি বড়ই গাছে বড়ই হয়েছে

4. ২ দিন আগে স্বপ্নে দেখি আমাদের পুকুরে আমার কাজিনের ছেলে লাফাচ্ছে। আমি একটা বড়শি নিয়ে মাছ ধরছি। কয়েকটি মাছ ধরেছি। কাজিনের ছেলেও একটি মাছ ধরে দিয়েছে
এরপর আরও অনেককিছু দেখেছি যা অস্পষ্ট।

5. আজকেই আবার শেষ রাতের দিকে স্বপ্নে দেখি- আমি, ভাবি, ভাইয়ের ছেলে এবং আমাদের দারোয়ান আমরা লঞ্চে করে কোথাও একটা যাচ্ছি। ভাইয়ের ছেলে কিছুটা অসুস্থ তাই ওকে টেক কেয়ার করতেছিলাম। এরপর দেখি বৃষ্টি হচ্ছে।

উক্ত স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে উস্তায?

جزاك الله خيرا في الدنيا والأخرة

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...