আসসালামু আলাইকুম
আমরা যে প্রয়োজনে ডাক্তারের ওষুধ খাই,এতে কোন হারাম উপাদান আছে কিনা জানিনা,ওষুধে তো অনেক সময় অ্যালকোহল বা কোন প্রাণীর শরীর থেকে উপাদান নিয়ে তৈরি করা হয় ,এটা কিভাবে যাচাই করবো?ওষুধের গায়ে তো কিছু লেখা থাকে না,আমি কৃমির ওষুধ খেতে চাচ্ছি,খাওয়া প্রয়োজন,কিন্তু হালাল নাকি হারাম,বুঝতে পারছি না,এক্ষেত্রে কি করণীয়?