আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম।
আমি মেডিকেল স্টুডেন্ট। আমাদের মেডিকেল এ আমাদের আত্মীয় স্বজনদের টেস্ট করাতে গেলে ফ্রী করে দেয়।সেটা নিজের আপন মা, বাবা,বোন,ভাই এমন হলে।আমি এসম্পর্কে তেমন কিছু জানতাম না পরে বুজতে পারছি।আমার দূরসম্পর্কের ফুপাতো বোন টেস্ট করাতে আসলে, ওনাকে নিয়ে যখন টাকা জমা দিতে যাই।রিসেপশনে যিনি থাকেন ওনি জিজ্ঞাসা করেন ওনি আপনার কি হন,আমি বলছি বোন।ওনি ভাবসেন আপন বোন।তাই বলেন যে ম্যাম এর কাছে যান ওনি ফ্রী করে দিবেন।ওই আপুটার আর্থিক অবস্থাও খারাপ ছিলো।এখন সাথে সাথে যদি বলতাম ফ্রি কেবল আমার নিজের আপনজনদের ক্ষেত্রে তাহলে ওনি হয়তো কষ্ট পাবে। তাই কিছু বলতে পারি নি।তো ম্যাম এর কাছে যখন গেলাম ওনি জেরা করতেছিলেন তোমার কি হয়,আমি যখন বললাম বোন (মনে মনে ফুপাতো বোন বুঝিয়েছি)।তখন আবার জিজ্ঞাসা করলেন বড় না ছোট ওনি আমার বয়সে বড় ছিলেন তাই বলছি বড়। পরে আমার মনে হলো এটা প্রতারণা হয়েছে। এখন আমার কি করা উচিত।আমি কি ওই পরিমান টাকা ওখানে জমা দিয়ে আসবো আমার নিজের থেকে? তাহলে কি মিথ্যা বলার গোনাহ থেকে মাফ পাবো।আমি বলার সাথে সাথেই তওবা করেছি।আল্লাহ মাফ করুক।
২, আমার ছোট বোনের বিয়ের জন্য বায়োডাটা জমা দিয়েছি।অভিভাবক এর জায়গায় আমার নাম্বার দেওয়া। যারা বায়ো কিনেন তারা আমার নাম্বারে ম্যাসেজ এ বিভিন্ন বিষয় জানতে চান।আমিও ম্যাসেজ এ রিপ্লাই দেই।এতে কি গুনাহ হবে?
৩,পাত্র যদি পাত্রীর সাথে ফোনে কথা বলতে চায়,তাহলে মা অথবা বোনের সামনে কথা বলা যাবে কি?
৪, যদি কেউ যোনিপথে টিস্যু দিয়ে রাখেন যাতে সাদাস্রাব না বের হয় নামাজের মধ্যে। নামাজের পর তা বের করে দেখলো একদম ভিতরের অংশে অল্প সাদাস্রাব। এতে কি আগের অযু দিয়ে টিস্যু বের করার পর অন্য নামাজ পরা যাবে?
৫, পিরিয়ড এর শেষের দিকে যদি এমনে কিছু দেখা যায় না।কিন্তু যোনিপথে টিস্যু রেখে দিলে অনেকক্ষণ পর একটু লাল / হলদেটে স্রাব দেখা যায়।তা কি পিরিয়ড ধরবো যদি ১০ দিন এর মধ্যে আসে?
৬, পিরিয়ডের শেষের দিকে যদি এমন হলদেটে স্রাব আসে যা নরমাল সাদাস্রাব যাওয়ার সময়ও দেখা যায় সেটা কি হায়েয ধরবো?