আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আগে প্রস্রাব শেষ করে সাথে সাথে‌ই উঠে যেতাম। কিন্তু কিছুদিন আগে একটা মাস‌আলা দেখলাম সাথে সাথে না উঠে কিছু সময় অপেক্ষা করতে বলা হয়েছে।শাইখ আমার প্রশ্ন হলো এ‌ই কিছু সময় বলতে কত মিনিট আর এটা কি মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য?