আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
1. Allah r tore nijeke prokrito vabe shope deya jay kivabe?
Or kivabe Allah r tore nije k sottikar orthe biliye deya jay?

2. আসসালামু আলাইকুম। অযুতে ঘাড়সহ মাথা মাসেহ করার বিধান কি? এটি কি বিদ'আত?

3. আসসালামু আলাইকুম।
একটা সরকারি অধিদপ্তর থেকে লোন দেয়।অন্যান্য লোনের ক্ষেত্রে যেমন ৮%/১০%/২৫% লাভ নেয়, এটাতে আবার তেমন না। ওনারা শুধু আসল টাকা থেকে ২% এক্সট্রা টাকা নেয়। যেটা কি না ওনাদের সার্ভিস চার্জ। মানে ওখানের লোকজন আমাদের যে সার্ভিস দেয়,  সেটার টাকা রাখে শুধু। পরে মাসে মাসে কিস্তিতে টাকা পরিশোধ করতে হয়। এবং প্রতি মাসে কিস্তি দেওয়ার পরে যে টাকাটা কমে যাবে সেটার সার্ভিস চার্জ দিতে হবে না। এক মাসের কিস্তি দেওয়ার পরে যে টাকা বাকি থাকবে, পরের মাসে সেই টাকার সার্ভিস চার্জ দিতে হবে শুধু।
আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু মানুষের কাছ থেকে ধার খুব একটা পাওয়া যায় না আর মানুষ দিতেও চায় না।
সেক্ষেত্রে উপরের এই সিস্টেমের লোন নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে?
কষ্ট করে উত্তর দিবেন প্লিজ.....।
জাযাকুমুল্লাহ খায়র।

4. আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কোরআন তিলাওয়াত শোনার সময় মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি কি মুখে ইস্তেগফার করা যাবে? দরূদ পরা যাবে?

5. As salamualaikum apu

Amar ek porichito apu achen..uni ek matro sontan bibahito...apur maa er age 55+

Oi aunti ta khub e kharap..se tar age onujai chole na..ami asole sob khule bolte parbona apur goponitotar jonno...apu r maa sob tgeke kharap gunah gulor moddhe onk gulotei involved. Apu r maa er sathe tar baba o pare na..tar nongra kaj e badha dite gele apu r maa tar husband er gayeo hat tule..r bole emn take kisu bolle police k jeye mamla dibe.. R oi apur maa khub e dangerous.. Voyonkor mittha bole.. Tar nongra kaj e je i badha dik take fasai dei..nijer meye k eo chare na...

Ekhn apu ta nirupai hoe gese..se tar nijr songsar bachate chai...nijr maa er sathe relation rakhte chai na..karon tar maa etotai khrap j apur jonno jekono khotir karon hote pare...ekhane ami khub e olpo prokash korlam.

Question holo: apu ko tar maa er sathe relation brk korte parbe? /jototuk dorkar tototuk kotha bolar moddhe limit rakhte parbe?

6. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তি মারা গেলে, তার আত্মীয়-স্বজন পরিবার তার কবর জিয়ারত করতে গেলে, কবরে থাকা ব্যক্তি তার আত্মীয়-স্বজন পরিবারের কথা শুনতে পায় কিংবা তাদেরকে কি দেখতে পায়??

1 Answer

0 votes
by (696,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺقَالَ اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا وَلَا تُكْثِرْ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْب
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষিদ্ধ ও হারাম জিনিস থেকে বেঁচে থাক, তাহলে তুমি মানুষের মধ্যে সব চেয়ে বড় আবেদ (ইবাদতকারী) গণ্য হবে। আল্লাহ যা তোমাকে দিয়েছেন, তাতেই পরিতুষ্ট থাক, তবে তুমিই মানুষের মধ্যে সব চেয়ে বড় ধনী হবে। প্রতিবেশীর প্রতি অনুগ্রহ কর, তাহলে তুমি একজন (খাঁটি) মু’মিন বিবেচিত হবে। মানুষের জন্যও তা-ই পছন্দ কর, যা তুমি নিজের জন্য পছন্দ কর, তাহলে তুমি একজন (খাঁটি) মুসলিম গণ্য হবে। আর খুব বেশী হাসবে না, কারণ, অধিক হাসি অন্তরকে মেরে দেয়।(আহমাদ ৮০৯৫, তিরমিযী ২৩০৫, সহীহুল জামে ৪৫৮০, ৭৮৩৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি সকল প্রকার হারামকে পরিত্যাগ করবেন।সকল প্রকার ফরয নফল ইবাদত করবেন। এবং নেককার কোনো মানুষের শরণাপন্ন হবেন।

(২) অযুতে ঘাড়সহ মাথা মাসেহ করা মুস্তাহাব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8979

(৩) প্রশ্নে বর্ণিত পদ্ধতিটিও সুদের অন্তর্ভুক্ত হবে।

(৪) কোরআন তিলাওয়াত শোনার সময় মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি কি মুখে ইস্তেগফার করা যাবে, দরূদ পরা যাবে। তবে দুনিয়াবী কোনো কাজ করা যাবে না।

(৫) জ্বী, ঐ আপুটি তার মায়ের সাথে প্রযোজন পর্যন্ত সম্পর্ক রেখে যোগাযোগ অফ রাখতে পারবে।

(৬) মৃত ব্যক্তি জীবিতদের দেখতে পারে না বা তাদের কথা শুনতেও পায় না তবে জীবিত আত্মীয় স্বজন ঐ মৃত ব্যক্তির জন্য সওয়াব প্রেরণ করলে সেই সওয়াব মৃত ব্যক্তির নিকট গিয়ে পৌছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...