অনেকে ফেসবুকে দেখি দাজ্জালকে নিয়ে ভিডিও বানায়।সেখানে দেখানো হয় দাজ্জাল আসে যদি বলে আমি সব পারি তাহলে ঐ মানুষটা বলে আগে নিজের একটা চোখ ঠিক কর।যে মানুষটা এসব বানাচ্ছে সে হয়ত জানে না এসব ঈমানের ক্ষতি হতে পারে আর যারা দেখতেছে তারাও।কেউ যদি এমন ভিড়িও ইসলামকে কটুক্তি করার জন্য না করে দাজ্জালকে ঘৃণার উদ্দেশ্য করে মানে দাজ্জাল খারাপ সেই উদ্দেশ্য করে তাহলে তার কি ঈমান চলে যাবে? ?আমার জানা মতে শয়তান আর দাজ্জালকে গালি দিলে ঈমান যায় না, জানিনা আমার জানা সঠিক কিনা।আর সেখানে বিভিন্ন ধরনের কমেডি হাসির সাউন্ড দেয় এসব সাউন্ড শুনে বা অন্য কোন কারনে হেসে ফেললে কি ঈমান চলে যায়? ইসলামকে নি হাসি ঠাট্টা না জাস্ট ওখানের হাসির সাউন্ড বা কমেডি বা অন্য কিছু দেখে?