আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমি হঠাৎ কাল ২ টা শব্দের সাথে পরিচিত হয় ফসখে বিবাহ ও মুরতাদ নিয়ে।আমি এতদিন জানতাম ঈমান হারা হয়ে গেলে বউ তালাক হয়ে যায়।হঠাত কাল দেখি ফসকে বিবাহতে তালাক গন্য হয় না।এরপর আরো কিছু ফতোয়াতে হয়ত আবার দেখি তালাক গন্য হয়।এগুলো নিয়ে আমি জানতে চাই।আমি জানি না তাই আমার মধ্যে নানা ধরনের চিন্তা আসতেছে আমার ঈমান ঠিক আছে কিনা এসব নিয়ে।আমি ইসলামের কিছুকে অস্বীকার করি না।আমি শুধু জানার চেষ্টা করতেছি।
আমাকে একটু জানাবেন এসব কি মানে ফসখে বিবাহ আর মুরতাদ এসব? আর আমার ঈমানে কোন সমস্যা হবে কিনা এসব চিন্তা আসার কারণে?