একজন আমাকে চার কুল আয়াতুল কুরসি, হাশরের ৩ আয়াত, বাকারার শেষ আয়াত এছাড়াও কিছু দোয়া ও আয়াতের শুধু বাংলা উচ্চারণ টা লিখিয়ে নিতে চায়, আমি যেন পিডিএফ বানিয়ে প্রিন্ট করে দেই, সে কিনে নিবে আমার থেকে। এখন আমার ভয় হচ্ছে আমি বানিয়ে দিলে এগুল পড়লে তো উচ্চারণ শুদ্ধ হবে না। উনি বলতেছেন যে একেবারেই পড়তে পারে না তার তো উপকার হবে। এখন এটা কি আমার করা জায়েজ হবে?