আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কেউ ছোট বেলা থেকে জেনে আসছে মগে হাত ডুকিয়ে ওজু করলে ওজু হয় না।এই সাইটে প্রশ্ন করার পর জানতে পেরেছিল হয়।তবু তার ওযু হবে কিনা নামাজ হবে কিনা এসব নিয়ে সন্দেহ আর ওয়াসওয়াসা আসে।অস্বীকার করার উদ্দেশ্যে না এমনিতে তবুও ভাইবোনের বলে পানিতে হাত ডুবিয়ে ওজু করলে ওজু হবে না ফরজ গোসল ও।এর কারণে কি কোন সমস্যা হবে?? তার মাথায় সবসময় শুধু ওজু হচ্ছে কিনা নামাজ হচ্ছে কিনা এসব চিন্তা থাকে যখন নামাজ পড়ে তখন অন্য সময় না।এতে কি মারাত্মক কোন গুণাহ হবে?