আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)আমার প্রশ্ন হচ্ছে- আমি যদি কোথাও ঘুরতে যাই, সেখানের প্রাকৃতিক দৃশ্য ছবি/ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড/স্টোরি তে দেই এভাবে কি নজরের প্রবলেম হতে পারে? বা আমার ঘুরতে যাওয়া দেখে যদি কেউ আফসোস করে আমার কি গুনাহ হবে? এগুলো শেয়ার করা কি অফ করে দেয়া উচিত
২)শেয়ার করলেও কি কি শেয়ার করতে পারি?
৩)আমি কোনো কম্পিটিশনে কোনো প্রাউজ পেলে, লেখাপড়ার জন্য কোনো প্রাইজ পেলে এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কি উচিত হবে?
৪)আমি শেয়ার করি একটাই নিয়তে যে আমার friends,cousin যারা আমার ক্লোজ, ওরা যেনো জানতে পারে।আর তাছাড়াও আরো fb তে নরমাল অনেকেই কানেক্টেড আছে ওরাও দেখবে যেটা আমার কনসার্ন না।আমি জাস্ট আমার ক্লোজ যারা, ওরা যেনো জানে সেইজন্যই দেই।এটা কি উচিত?
৫) সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করলে ওরা কিভাবে জানবে এটা একটু ভাবনায় আসে আমার। কারণ সবসময় মেসেজ দিয়ে দিয়ে বললে মনে হয় কি ভাববে