আসসালামু আলাইকুম।আমি একজন নব্য বিবাহিতা।আমার হাসবেন্ড অনার্স ১ম বর্ষের ছাত্র।উনার কোনোই ইনকাম নেই।আমার যাবতীয় খরচ আমার শ্বশুর বহন করেন।আমার হাসবেন্ড ইনকামের জন্য চেষ্টা করলেও(যেমন:বিভিন্ন মার্কেটিং কোর্স কেনা অথবা ফিল্যান্সিং কোর্স কেনা) মাঝপথে থেমে যান/সম্পুর্ণ করেন না।পাশাপাশি একাডেমিক পড়াশোনায় বিন্দুমাত্র মনোযোগ নেই।আমার নিজের কিছু জমানো টাকা দিয়ে অনলাইনে বিজনেস করতে চাচ্ছি। আমার যাবতীয় খরচ আমার শ্বশুরই দেন কোনো আপত্তি ছাড়া সেক্ষেত্রে কি আমার বিজনেস করা জায়েজ হবে?আর আমার হাসবেন্ড এর এমতাবস্থায় কি করা উচিৎ একটু নসিহা করলে কৃতজ্ঞ থাকবো।