আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
6 views
ago in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (4 points)
১. রাসূল (সঃ) এর পূর্বের নবীদের উম্মতরা কি দাওয়াত দিত নাকি?

২. আমরা যখন কোন মুসলিম পরিবারে জন্মগ্রহন করে থাকি তখন আমাদের মুসলিম এবং ইসলাম ধর্মের অনুসারী বলে থাকে। আমার প্রশ্ন হচ্ছে আমাদের নবীর পূর্বে যারা নবী ছিলো তঁাদের উম্মতদের কি বলে ডাকা হত এবং কোন ধর্মের অনুসারী ছিলো?

1 Answer

0 votes
ago by (656,550 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
কুরআন ও হাদীসের দলিল থেকে বোঝা যায় যে রাসূল (সঃ) এর পূর্বের নবীদের উম্মতরাও দাওয়াত দিত,এক্ষেত্রে শুধু নবীরাই নয়, বরং তাঁদের অনুসারীরাও মানুষকে আল্লাহর দিকে ডাকত, নেক কাজে উৎসাহিত করত এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলত।

বানী ইসরাঈলের মধ্যে দাওয়াতকারীগণ
কুরআনে বলা হয়েছে:

وَ مِنۡ قَوۡمِ مُوۡسٰۤی اُمَّۃٌ یَّہۡدُوۡنَ بِالۡحَقِّ وَ بِہٖ یَعۡدِلُوۡنَ ﴿۱۵۹﴾ 

"মুসা আঃ এর কওমের মধ্যে একদল ছিল যারা সৎকাজে আদেশ করত এবং অসৎকাজ থেকে নিষেধ করত; আর তারা ছিল নেককার।"
(সূরা আ'রাফ ৭:১৫৯)

এরা হল সেসব লোক, যারা তাওরাত ও ইঞ্জলের যুগে সেগুলোর হেদায়াত অনুযায়ী আমল করত এবং যখন খাতামুন্নাবিয়্যীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়, তখন তাওরাত ও ইঞ্জীলের সুসংবাদ অনুসারে তার উপর ঈমান আনে এবং তার যথাযথ অনুসরণও করে। বনী-ইসরাঈলদের এই সত্যনিষ্ঠ দলটির উল্লেখও কুরআনুল কারীমে বারংবার করা হয়েছে। যেমন, সূরা আলে-ইমরানঃ ১১৩, ১৯৯, সূরা আল-বাকারাহঃ ১২১, সূরা আল-ইসরাঃ ১০৭–১০৯, সূরা আল-কাসাসঃ ৫২–৫৪। [ইবন কাসীর]

সূরা আ’রাফ ৭:১৬৩-১৬৫
তিনটি দল ছিল:
যারা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ভেঙে ফেলেছিল — অবাধ্যরা।
যারা অবাধ্যদের সতর্ক করেছিল — দাওয়াতকারীরা।
যারা বলেছিল, “এদের সতর্ক করে লাভ কী?” — উদাসীনরা।

আল্লাহর শাস্তি থেকে বেঁচেছিল শুধুমাত্র দাওয়াতকারীরা।

★নবী ইউনুস (আঃ)-এর কওম

সূরা ইউনুস ১০:৯৮
যখন শাস্তির আভাস দেখা দিল, তখন কওমের সবাই তওবা করল।
— তওবার আগে কিছু মানুষ (ইউনুস আঃ-এর অনুসারীরা) দাওয়াত ছড়িয়ে দিয়েছিল, যা পুরো জাতিকে ঈমান ও অনুতাপের দিকে ফেরায়।

★নবী সালিহ (আঃ)-এর কওমে সতর্ককারী

কুরআনে ইঙ্গিত আছে যে, সামূদের মধ্যে কিছু লোক সালিহ (আঃ)-এর আহ্বান গ্রহণ করে অন্যদের সতর্ক করত (সূরা হুদ ১১:৬২–৬৩)।

★বানী ইসরাঈলের নবীদের পরবর্তী আলিমগণ

রাসূল ﷺ বলেছেন:

“বানী ইসরাঈলের আলিমরা নবীদের উত্তরসূরি ছিল; তারা মানুষকে আল্লাহর কিতাব শেখাত এবং দাওয়াত দিত।”
(মুয়াত্তা মালিক)

তারা কিতাবুল্লাহ শেখানো ও আমল করানোর দায়িত্ব নিত।

★আসহাবে উখদুদ ঘটনা

সূরা বুরুজ ৮৫:৪-৮
একদল ঈমানদার মানুষ শিরকের সমাজে তাওহীদের দাওয়াত দেয়ায় শহীদ হয়েছিল। তারা রাসূল ﷺ-এর আগে ছিল।

পূর্ববর্তী উম্মতের ইতিহাসে আমরা দেখি—যেখানে নবী ছিলেন, সেখানকার ঈমানদারদের মধ্য থেকে একটি দল সক্রিয়ভাবে দাওয়াত দিত। আল্লাহ সেই দলেরই প্রশংসা করেছেন ও তাদেরকেই রক্ষা করেছেন।

(০২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরআন কারীমে স্পষ্ট আকারে এসেছে যে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের দ্বীন ছিলো ইসলাম।
সুতরাং আদম আঃ থেকে নিয়ে শুরু করে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের অনুসারীদের মুসলমান বলা হতো।      

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...