আমি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আমি গত কয়েকদিন ধরে একই স্বপ্ন বারবার দেখছি (প্রায় তিনবারের মতো)। আমার স্বপ্নের অর্থটা জানালে উপকৃত হতাম।
আমি স্বপ্নে দেখি, আমার একটা ছেলে বাচ্চা হয়েছে। আমার প্রতি অনেক ডেডিকেটেড। আমাকে অনেক ভালো পায়। কিন্তু ও বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, মানে অস্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকে। কিন্তু আমি ওকে ডাক দিলে, ও ওঠে এবং কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে যায়। আর এটে আমার টেনশন হয় যে ও মনে হয় বেশিদিন বাঁচবে না। কিন্তু আমি কিছু খাওয়াইতে গেলে, আমি দেখি আমার কাছে কোনো দুধ নাই ওকে খাওয়ানোর মতো। অন্যান্য খাবার আছে কিন্তু ও সেগুলো খাবে না।